ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

শ্রমিকদের ফেরার সুবিধার্থে রোববার ১২টা পর্যন্ত চলবে লঞ্চ

মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে কঠোর লকডাউন চলছে। এর মধ্যে সরকারের ঘোষণা অনুযায়ী আগামীকাল ১ আগস্ট থেকে শিল্প-কলকারখানা খুলছে। শিল্প কারখানায় শ্রমিকদের ফেরার সুবিধার্থে রোববার (১ আগস্ট) বেলা ১২টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল করবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় এ তথ্য জানায় সংস্থাটি।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান জানান, দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থানরত শিল্প কারখানার শ্রমিকদের ঢাকায় ফেরার সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


তবে আগামী কাল দুপুরের পর থেকে পূর্বের মত সরকারের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত লঞ্চ বন্ধ থাকবে বলেও জানান তিনি।

ads

Our Facebook Page